বাংলায় অবজেক্টিভ-সি, সুইফ্ট এবং আইওএস অ্যাপ ও গেম ডেভেলপমেন্ট

বাংলায় অবজেক্টিভ-সি এর ধারনা ভাগা-ভাগি মূলক সিরিজ পোস্ট পুরোদমে চলছে। আশা করি এই সিরিজের ১০ চ্যাপ্টার শেষে আরেকটি সিরিজ শুরু হবে “রিয়াল আইফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ ইউজার ইন্টারফেস – ১০ চ্যাপ্টার”
কেউ এই মাল্টি সিরিজের লেখক হয়ে দুই একটি চ্যাপ্টার নিয়ে লিখতে চাইলে যোগাযোগ করতে পারেন কমেন্টে।
গরম থাকতে থাকতেই ৪টি ম্যাজর সেকশন (Obj-C, iOS-GUI, Game, Publish&Marketing) সম্বলিত একটি পূর্ণ বাংলা কাগুজে বই আসতে পারে। যত বেশি Crowd Authors ততো কম ভুল এবং সঠিক তথ্যের শেয়ারিং

সেকশন ১ঃ অবজেকটিভ সি এর বেসিক ধারনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *