অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ় একটা ভয়াবহ ল্যাঙ্গুয়েজ ,এইটার বই পরতে গিয়ে অনেকে এখনো শহীদ হয়েছে বলে লোকমুখে অনেক জনশ্রুতি আছে , সেই অজস্র বিদেহী আত্মার একজন হয়ে,অজস্র জীবিত আত্মাকে বাঁচানোর এক ক্ষুদ্র প্রয়াস আমার এই প্যানর প্যানর।
বাঙ্গালি নারীদের পরপুরুষে আসক্তি আছে কিনা,আমার বোঝার বয়স হই নাই ,তবে বাচ্চাকালে পরেছি ,ভারতের টোডা উপজাতির নারীদের একাধিক বর থাকে ,আমাদের সবার প্রেয়সী কম্পুবিবির ও আছে । ভারতের টোডা উপজাতির নারীদের শৌর্য-বীর্য প্রকাশ পায় একাধিক পুরুষ এর সাথে সাথে চলা ফেরায় ,কথা বার্তায় আর “হালুম-এ” । আমাদের কম্পুবিবিকে ও অনেকের সাথে অনেক ঢঙ্গে অনেক কথা বলতে হয়,অনেকের অনেক নীরব আকুতি সরবভাবে মেটাতে হয়।( প্যানর প্যানর বাদ দিয়ে আসল কথায় আসি ) কম্পুবিবি অজস্র আকুতি পূরণ করে একটা বিশেষ উপায়ে ।
তিনি কিছু সংখ্যা ছাড়া কিছুই বুঝেন না , তাহলে এত প্রেমিক পুরুষ কীভাবে ম্যানেজ করেন ,আর কীভাবে প্রেমের জোয়ারে বন্যা হয়ে যায় ? নারীশাসিত এই আধুনিক সমাজে পুরুষরা নারীর মন জুগিয়ে চলে (কারন পুরুষরা মহান!!) ,আর তাই নারীর যে ভাষা বুঝে ,তাদের কে পুরুষরা সে ভাষায় কবিতা শোনায় ,আর সে কবিতা পরে সংখ্যার মাধ্যমেই আদান প্রদান হয় ।
একটা উদাহারণ দেই তাহলে বুঝতে সুবিধা হবে । কেউ যদি কম্পিউটার কে কোন ভাবে বলে ১৪৩(বাইনারী তে বলতে হবে I LOVE YOU) তাহলে সে বুঝে নিবে যে তাকে যে কেউ ভালোবাসে । মানে কেউ বললো I LOVE YOU তখন সেইটা কে তো ১৪৩(বাইনারী) তে কনভার্ট করতে হবে ? এই কাজ করে “অ্যাসেম্বলার” । এর কাজ হচ্ছে যে কোন কিছুকে machine code এ রূপান্তর করা আর কম্পিউটার machine code অনুযায়ী কাজ করে । তাহলে আমরা যদি কম্পিউটার কে কোন কিছু করতে বলি আমাদের জানতে হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ় । অ্যাসেম্বলার নামের একটা সফটওয়ার এই ভাষাকে রূপান্তর করবে machine code এ ,কম্পিউটার সেই machine code পরে পরে কাজ করবে । আমরা যারা সি এর প্রোগ্রাম করি ,তখন আমরা যা লিখি সেইটা কম্পাইলার প্রথমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ় এ রূপান্তর করে তারপর machine code এ রূপান্তর করে ,সেইটা দিয়ে আমাদের কোডের কাজগুলো কম্পিউটার করে । আমার লেখার স্পীড অনেক কম , আস্তে আস্তে বাকীটা লিখবো ,আজ কে এতটুকুই ।
শহীদ শাকিল নিহন
বিশিষ্ট কমপু প্রেমিক
————
Boss..porer gula lagbe..please keep continue.
মানে কি?? এইটা কে লিখছে?? লেখক পরিচিতি টা দে…
আর উজ্জ্বল তোর ব্লগ দেখে গেলাম, সুন্দর , আরো পোষ্ট দে… শুভ কামনা থাকলো ।
Tareq,Sorry for the late.age kheyal kori nai eta…writer Shohed Shakil [CSE’08,BUET]..or xm er por Assembly er complete tutorial thakbe ekhane……