গত মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর, ২০১৩) তারিখে আমার রুয়েট জীবনের শেষ ক্লাস, ক্লাসটেস্ট, ল্যাব, ল্যাব ফাইনাল, কুইজ , বোর্ড ভাইভা সব কিছুর পরিসমাপ্তি ঘটল।বাকি শুধু ফাইনাল পরীক্ষা আর থিসিস। এরপর থেকেই আমার ফেসবুকের ওয়াল ভরে আছে বন্ধু,ক্লাসমেট,রুমমেটদের দু:খভরা স্ট্যাটাস দিয়ে। তাই আমিও লিখতে বসলাম।তবে আমি লিখব সেইসব জিনিসের তালিকা যা আমি ঢাকা গিয়ে মিস করব।
খাবার-দাবার :
- বৈশাখী হোটেলের ডালভাজি (সকালের নাস্তা, পরোটার জন্য না, ডালভাজির জন্য যেতাম)।
- কাশেমের (k.f.c) হোটেলের আলুভাজি (শুধু আলুভাজি দিয়েই দুই প্লেট ভাত খেয়ে ফেলা সম্ভব)।
- নর্দানের মোড়ের নাহিলের আম্মার (আমাদের খালা) বানানো ছোলা(প্রতিদিন বিকালে দুই বাটি) আর বেগুনি।
- ডাইনিং এর পাতলা ডাল। আমার কিন্তু ভালই লাগে।খাওয়া শেষে একবাটি ডাল চুমুক দিয়ে খাওয়া ( পুরো মাখখখখখন)।
বন্ধু-বান্ধব ও অন্যান্য:
- ডলারের সাথে সেন্স অব হিউমার এর প্র্যাকটিস।
- সাদিয়া জামান এর সাথে রাত ১২ টার পর ফেসবুকে আড্ডা (3rd ও 4th সেমিস্টারে, সে যাবতীয় পড়াশুনা শেষ করে তারপর ফেবুতে আসত।)
- প্রবালের একটু পর পর ফেবুতে নক করে “ওই, কি করস?” জিগ্গাসা।
- রন্জুর ইংরেজী।
- কারনে অকারনে শাহেদকে মারধোর করা।
- অভির সাথে শেষ বেঞ্চে বসে সারা ক্লাস ধরে গল্প আর স্যারদের ঝাড়ি খাওয়া।
- তাহমিদকে চুম্মা দিতে চাইলে ওর লজ্জাভরা মুখ দর্শন।
- অনিকের সাথে গভীর রাতে মেসেন্জারে অহেতুক গেজানো। নেই কাজ তো খই ভাজ টাইপ
- কিছু শুভাকাঙ্খী।
- কিছু অশুভাকাঙখী।
- সামাদের সাথে রোজ গভীর রাতে তালাইমারী যাওয়া
- গভীর মনোযোগ দিয়ে স্যার / ম্যাডামের লেকটার শুনার সময় অহেতুক মিসকল দিয়ে অনন্যার মনোযোগ নষ্ট করা।
- রুমে আই.বি খেলার আসরে রন্জুর “আর কোন পিট নেই” বলা।
- রুমে আই.বি খেলার আসরে হারার সময় দেবুর নিজের পক্ষে নতুন নতুন নিয়ম আবিস্কার
- কিছু বন্ধু যারা আমার সামনে আমার সমালোচনা করে। (আমার পছন্দের কাজ)
- কিছু মানুষ যারা আমার পেছনে আমার সম্পর্কে কটুক্তি করে এবং আমার সামনে খুবই ভাল ভাব ধরে। (আমার অপছন্দের কাজ)
- কিছু জুনিয়র যারা “দাদা দাদা” ডাকতে ডাকতে অস্থির করে ফেলে।
- কিছু জুনিয়র যারা পাশ কেটে চলে যায় এবং মনে মনে গালি দেয়।
- কিছু মানুষ যাদের কমন সেন্স এ আমি মুগ্ধ।
- কিছু মানুষ যাদের কমন সেন্স আমার থেকেও কম (আমার কমন সেন্স এর মার্ক ১/১০০)।
- কিছু বন্ধু-বান্ধব যারা আমার উপর খুবই রাগ সেই শুরু থেকে কিনতু আমি কারন জানি না।আমার সামনে প্রকাশ করে না কিনতু আমার অন্য এক বন্ধুর কাছে কটুক্তি করে। 🙂
- কিছু প্রিয় বন্ধু-বান্ধব (প্রবাল, সাদিয়া জামান ,অভি)সময়ের ব্যবধানে যাদের সাথে দুরত্ব বেড়ে গেছে (দোষটা হয়ত আমারই)
- ফয়সাল যাকে না দেখলে আমি বুঝতাম না যে আমার থেকেও নিশ্চিন্ত পোলাপান আছে।
- কিছু শিক্ষক, কিছু সিনিয়র, কিছু সমবয়সী, কিছু জুনিয়র যাদের থেকে আমি সামনে আগানোর অনুপ্রেরণা পাই।
আরও আনেক কিছু আছে। এখন মনে পড়ছে না। মনে পড়লেই আপডেট হবে। 🙂