টাকা পয়সা জমিয়ে একটা ম্যাক কিনলাম। এরপর বাংলালায়নের নতুন মডেমের সফ্টওয়ার দিয়ে আমার পুরান মডেম দিয়ে নেট কানেক্ট করলাম।নেট কানেক্টেড কিন্তু কোন পেজ আসে না।কয়েকদিন চলল এভাবে।৩-৪ দিন পর থেকে ফেসবুক বাদে বাকি সব লোড হচ্ছিল। “ফেসবুক কেন আসে না” এই প্রশ্ন করতে করতে যখন দিশেহারা তখন সন্ধান পাইলাম কি করলে ঠিক হবে।কিন্তু সেই করাটা কোথায় হবে সেটা খুজে পাচ্ছিলাম না।আরও ৩-৪ দিন পর পেয়ে গেলাম এই মাত্র (৫ই জুলাই,২০১৩ রাত ১০:০৭)।
চলেন সমাধানটি দেখে নেই।
প্রধমেই চলে যান “System Preference” এ। তারপর “Network” এ।
বামদিকের লিস্ট থেকে সিলেক্ট করেন আপনার ইন্টারনেট ব্যাবহার করার মাধ্যমটি।
“Advanced” এ ক্লিক করে “Hardware” এ যান।
এবার নিচের মত করে সবগুলি অপশন সিলেক্ট করে “OK” চাপুন।
Configure : Manually
MTU : 1400
বাকিগুলো অপরিবর্তনীয়।
এখন ধুমাইয়া ফেসবুকিং করছি।
কি মিয়া ভাই, কই যান? MTU কি জিনিস শুনবেন না?
“communication protocol” এর একটি নির্দিস্ট লেয়ারে সর্বোচ্চ যে কয়টি ফ্রেম পাঠানো যায় সে সংখ্যাকে বলা হয় MTU (Maximum Transmission Unit)
বিভিন্ন ISP এর MTU এর মান বিভিন্ন হয়।তাই MTU এর মান ম্যানুয়ালী পরিবর্তন করতে হয়।