বিভিন্ন প্রয়জনে আমাদের পিসিতে একের অধিক ব্রাউজার ব্যবহার করতে হয়। কিন্তু এক ব্রাউজারে কোন পেইজ বুকমার্ক করে রাখলে তা অন্য ব্রাউজারে পাওয়া যায় না। তাই আমাদের অনেক জামেলা করতে হয় একই ব্রাউজারে থেকে অন্য ব্রাউজারের বুকমার্ক দেখতে।
কিন্তু আজকে আমি আপনাদের যে সফটওয়্যারের কথা জানাবো তা দিয়ে খুব সহজেই আপনার ব্রাউজারে বুকমার্ক করা সাইট গুলো এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে কনভার্ট করতে পারবেন। যার কারনে সব ব্রাউজারেই আপনি একরকম বুকমার্ক পাবেন। অর্থাৎ বুকমার্ক এর জন্য বার বার আপনার প্রিয় ব্রাউজারের পিছনে ছুটতে হবে না।
মানে এক কথায় আপনার বুকমার্ক লিস্ট সব ব্রাউজারেই এক থাকবে। এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে বুকমার্ক গুলো আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। ফলে কম্পিউটার বুট করলেও হারাবেনা আপনার বুকমার্ক। বুট করার পর সহজেই রিস্টোর করতে পারবেম আপনার বুকমার্ক গুলো। ব্যবহার করা খুব সহজ তাই আর বিস্তারিত বললাম না।
যে যে ব্রাউজার সাপোর্ট করেঃ
Google Chrome
Mozilla Firefox
Microsoft Internet Explorer
Opera
Apple Safari
Chromium and
Flock.
DownloadFrom here